ঢাকা মঙ্গলবার , ১ এপ্রিল , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

অস্বাভাবিক দামে বিক্রিতে ভাটা, কমছে ডিমের দাম

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৮ আগস্ট , ২০২২ , ১৯:০৫ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

দফায় দফায় বেড়ে গত মঙ্গলবার পর্যন্ত প্রতি ডজন ডিমের দাম ১৬০ টাকায় উঠেছিল। বুধবার থেকে এ দাম কমতে শুরু করেছে। আজ প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে।অর্থাৎ ৫০ টাকা বা তার কিছু কমে একহালি ডিম কিনতে পারছেন ক্রেতারা। যদিও স্বাভাবিক অবস্থার তুলনায় এ দাম অনেক বেশি। তবে দুদিন আগের তুলনায় দাম কমেছে। দুদিন আগেও প্রতি হালি ডিম ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়। অস্বাভাবিক দামের কারণে চাহিদা কমে যাওয়ায় ডিমের দাম এখন নিম্নমুখী বলে মনে করেন ব্যবসায়ীরা।

রাজধানীর হাজিপাড়া বউবাজারের ডিম বিক্রেতা সফিউল্লাহ বলেন, দাম বাড়ার পর থেকে বিক্রি কমেছে। এর ওপর এখন বাজারে ডিমের সরবরাহ বেড়েছে। ফলে পাইকারি বাজারে বুধবার এক রাতে প্রতি ডজন ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে।

তিনি বলেন, ডিমের দাম পুরোপুরি অস্বাভাবিক ছিল। জীবনে কখনো এত দামে ডিম বিক্রি করিনি। মানুষও এত দামে খায়নি। এজন্য অনেকে ডিম খাচ্ছেন না বা খাওয়া কমিয়ে দিয়েছেন।

হাজিপাড়া বাজারের আরও কয়েকজন ব্যবসায়ী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিম না খাওয়ার প্রচার করছেন অনেকেই। এছাড়া ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছেন- এমন নেতিবাচক প্রচারণাও ডিমের চাহিদা কমিয়ে দিয়েছে। সেজন্য বিক্রি বেশ কম।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অনুষ্ঠান'গল্প নয় ইতিহাস'
  • অদিতা হত্যাকাণ্ড : আজও উত্তাল নোয়াখালী শহর
    অদিতা হত্যাকাণ্ড : আজও উত্তাল নোয়াখালী শহর
  • ৩০ টাকা কেজি চাল: কেউ পাচ্ছেন ৩০ কেজি, কেউ ৬০
    ৩০ টাকা কেজি চাল: কেউ পাচ্ছেন ৩০ কেজি, কেউ ৬০
  • ফরিদপুরে হাতুড়ি দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
    ফরিদপুরে হাতুড়ি দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
Logo