ঢাকা বৃহস্পতিবার , ২১ নভেম্বর , ২০২৪ ,  ৫ আষাঢ় ১৪২৯

বিএনপির ঘরে হতাশা, ভেঙে গেছে জোটের হাট: কাদের

বঙ্গরুপ টেলিভিশন প্রকাশিত: ১৮ জানুয়ারী , ২০২৩ , ০৮:২৫ এম

শেয়ার করুনঃ
News Thumbnail

বিএনপির ঘরে হতাশা, ভেঙে গেছে জোটের হাট: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন নিয়ে বিএনপি এখন হতাশ। তাদের জোটও ভেঙে যাচ্ছে। এই ভঙ্গুর জোট দিয়ে আওয়ামী লীগকে হটানোর আশা, দুরাশা হয়ে যাবে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, ‘ফখরুল হাসপাতালে, ফখরুল মাঠে নেই। বিএনপিরএখন পাতি নেতারা আন্দোলন করছে। কথায় আছে, হাতিঘোড়া গেল তল, লড়বে হতাশ সৈন্যের দল।’

এ সময় মঞ্চে নেতাদের অতিরিক্ত ভিড় সরিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এতো নেতা তো আমাদের দরকার নেই। এতো নেতা আমাদের যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চ ভেঙে যায়।’

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মীবাহিনী দরকার। আওয়ামী লীগকে সুশৃঙ্খল করতে হবে। যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে মাস্তানি করবে, অরাজকতা করবে, মাদক ব্যবসা করবে, জমি দখল করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাদের প্রতিহত করতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে বক্তৃতা ভালো করে, তাকে বক্তব্যের কাজ করান। যে কাজ ভালো করে তাকে দিয়ে কাজ করান। এতো নেতা তোআমাদের দরকার নেই। যারা একই কথা বার বার বলেই যাচ্ছেন। যাদের ভাষ্যে কোনো সার কথা নেই। তাদের বক্তব্য দেয়ার দরকার নেই।’

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সরকারকে কোনো রাজনৈতিক দল প্রতিহত করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের ঘরে হতাশা, ভেঙে গেছে জোটের হাট। বিএনপির জোট ভেঙে যাচ্ছে। এই ভেঙে যাওয়া জোট দিয়ে বিএনপি আওয়ামী লীগকে হটাতে পারবে না। সেই আশা, দুরাশা হয়ে যাবে।’ তিনি বলেন, এখনও সময় আছে, তত্ত্বাবধায়ক সরকারের আশা ভুলে যান। সঠিক পথে নির্বাচনে আসুন।’

শফিকুজ্জামান খান মোস্তফা/এমবুইউ
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • মিথ্যাচারের জন্য নোবেল দিলে মির্জা ফখরুল পেতেন : ওবায়দুল কাদের
    মিথ্যাচারের জন্য নোবেল দিলে মির্জা ফখরুল পেতেন : ওবায়দুল কাদের
  • বিএনপির ঘরে হতাশা, ভেঙে গেছে জোটের হাট: কাদের
    বিএনপির ঘরে হতাশা, ভেঙে গেছে জোটের হাট: কাদের
  • দুই মাসে শীতজনিত রোগে দেশে ৮৮ জনের মৃত্যু
    দুই মাসে শীতজনিত রোগে দেশে ৮৮ জনের মৃত্যু
  • ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ১৪ রোগী
    ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ১৪ রোগী
Logo