লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী , ২০২৫ , ০৬:০৭ এএম
শেষরক্ষা হলো না ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী দোলার। কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য নুসরাত জাহান দোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফুবাড়ী থানা পুলিশ। দোলা ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে। ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন দোলা। সে সময় নানা কারণে আলোচনায় ছিলেন।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলা ঢাকায় বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে সারাদেশে অভিযান ডেভিল হান্ট শুরু হলে গ্রেপ্তার এড়াতে ফুলবাড়ীতে গ্রামের বাড়িতে আসেন। গোপন খবরে জানতে পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।