বঙ্গরুপ টেলিভিশন প্রকাশিত: ১৬ জানুয়ারী , ২০২৩ , ০৮:০২ এম
আবু ধাবির সব ধরনের গোল্ডেন ভিসার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। সোমবার এই ঘোষণা দিয়েছে আবু ধাবি কর্তৃপক্ষ।
আবু ধাবির রেসিডেন্স অফিসের অপারেশন্স বিভাগের পরিচালক মার্ক দর্জি জানিয়েছেন, এখন থেকে গোল্ডেন ভিসার মেয়াদ দশ বছর। বিজ্ঞান গবেষক, চিকিৎসক, বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও আবিষ্কারকদের মতো পেশাদারদের জন্য বৃহৎ পরিসরে এই সুযোগ ব্যবহার করা হবে।
মার্ক দর্জি আরও জানিয়েছেন, গোল্ডেন ভিসাধারীরা তাদের স্ত্রী-স্বামী, শিশু ও বাবা-মার স্পন্সর হতে পারবেন।আবু ধাবির আবাসিক কার্যালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সরকার দীর্ঘ মেয়াদে বসবাসের সুযোগ দিতে গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে। এর আওতায় গোল্ডেন ভিসাধারীরা কোনো রকম জিম্মাদার বা গ্রান্টার ছাড়াই দেশটিতে বসবাস করতে পারবে।
শিল্প, গবেষণা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসায়িকখাতকে ত্বরান্বিত করতেই আবু ধাবি প্রশাসন গোল্ডেন ভিসার ওপর জোর দিয়েছে।