ঢাকা মঙ্গলবার , ১ এপ্রিল , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ফিলিপাইনও

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৮ জানুয়ারী , ২০২৩ , ২১:৫৪ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ফিলিপাইনও

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা ৬ মিনিটে দেশটিতে এ ভূকম্পন অনুভূত হয়

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ইন্দোনেশিয়ায় আঘাত হানা এ ভূমিকম্প এতটাই

শক্তিশালী ছিল যে প্রতিবেশী দেশ ফিলিপাইনেও তা অনুভূত হয়েছে।  

ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেলোনগুয়ান শহর থেকে ১৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৪ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পের পর অন্তত ১০টি আফটার শক অনুভূত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।   

শক্তিশালী এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে সুনামি সতর্কতা জারি করলেও

পরে তা প্রত্যাহার করা হয়। এদিকে ভূমিকম্প আঘাত হানার পরপরই আশপাশের

শহরগুলোর বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

এর আগে, স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২

মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল আচেহ প্রদেশের উপকূলীয় জেলা

সিংকিলের ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৭

কিলোমিটার (২৩ মাইল)।  

গত ১০ জানুয়ারি ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের তানিমবার দ্বীপ। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত হয়ে রাস্তায় বের হয়ে আসেন বাসিন্দারা।



রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ফিলিপাইনও
    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ফিলিপাইনও
  • মিয়ানমারের জান্তাকে অস্ত্র তৈরিতে সহায়তা করছে ১৩ দেশ
    মিয়ানমারের জান্তাকে অস্ত্র তৈরিতে সহায়তা করছে ১৩ দেশ
  • গোল্ডেন ভিসার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করেছে আবু ধাবি
    গোল্ডেন ভিসার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করেছে আবু ধাবি
  • নেপালে বিধ্বস্ত প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার,
    নেপালে বিধ্বস্ত প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার,
Logo