ঢাকা সোমবার , ৩১ মার্চ , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাহাঙ্গীর আলম মিলন নামে আমেরিকা ফেরত এক প্রবাসী।

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী , ২০২৫ , ২১:০৩ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাহাঙ্গীর আলম মিলন নামে আমেরিকা ফেরত এক প্রবাসী। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তিনি।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মিলন লক্ষ্মীপুর পৌর ১১নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি আমেরিকা থেকে মঙ্গলবার মধ্য রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে একটি মাইক্রোবাস ও একটি হায়েজ গাড়ি নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বুধবার সকাল সোয়া ৭টার দিকে মিলনকে বহনকারী গাড়িটি হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজিরগাঁও এলাকার উপজেলা মডেল মসজিদের উত্তর পাশে গতিরোধ করেন ডাকাত দল। এ সময় মুখোশধারী অজ্ঞাত চার ব্যক্তি খোলা পিক-আপ নিয়ে পেছন থেকে এসে প্রবাসী মিলনের গাড়ি থামিয়ে তাকে সহ চালক ও তার মাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। ডাকাতরা গাড়িতে থাকা প্রবাসী মিলনের বিদেশি মুদ্রা, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র লুটে নেয়। পরে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে ছুটে আসেন হাজীগঞ্জ থানা পুলিশ।  স্থানীয় সূত্র জানায়, ওই সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছে। প্রায়ই বিদেশফেরত ব্যক্তিদের গাড়িতে ডাকাতি হচ্ছে। এরপরও পুলিশের তৎপরতা দেখা যায় না।

এদিকে, ঘটনাটিকে ডাকাতি বলতে নারাজ পুলিশ। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, ডাকাতি নয়- সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরইমধ্যে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তবে এই বিষয় থানায় লিখিতভাবে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

অন্যদিকে, বুধবার বিকালে ডাকাতি না ছিনতাই-তা নিশ্চিত হতে পিবিআই চাঁদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শেষরক্ষা হলো না ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী দোলার।
    শেষরক্ষা হলো না ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী দোলার।
  • স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ স্বামীর ।
    স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ স্বামীর ।
  • সাভারের ধামরাইয়ে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা ।
    সাভারের ধামরাইয়ে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা ।
  • চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাহাঙ্গীর আলম মিলন নামে আমেরিকা ফেরত এক প্রবাসী।
    চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন জাহাঙ্গীর আলম মিলন নামে আমেরিকা ফেরত এক প্রবাসী।
Logo