লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ৫ সেপ্টেম্বর , ২০২২ , ২২:৪৮ পিএম
খোলা বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে। একজনকে ৩০ টাকা দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও সেটা মানছেন না তিনি। ১০-৬০ কেজি পর্যন্ত চাল দিচ্ছেন তিনি।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় ডিলার রাশেদুল ইসলামের দোকানে গেলে এমনটা দেখা যায়।ডিলারের সামনেই কথা হয় সমিরণ নামের এক নারীর সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল দুই বস্তা (৬০ কেজি) চাল নিয়েছিল আমার ছেলে। আজকে আমি আসছি দুই বস্তা নিতে।’
আলেয়া বেগম নামে আরেক নারী বলেন, ‘প্রথমে ৩০০ টাকায় ১০ কেজি চাল নিয়েছিলাম। পরে আবার এক হাজার টাকায় ৩০ কেজি নিলাম।’
সবাইকে বেশি পরিমাণ চাল দেওয়া হচ্ছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘হাতে করে বস্তা নিয়ে গেলে তাতে দেয়। তবে সরকারি বস্তায় দেয় না।’