লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ৪ আগস্ট , ২০২২ , ১৯:৪৫ পিএম
কুমিল্লার দেবিদ্বারে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির জননাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
পরে ওই নারীকে (৩২) তার পরিবারের লোকজন পিটিয়ে হাত-পা বেঁধে পুলিশের কাছে হস্তান্তর করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে বলে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান।
ভুক্তভোগী সোহেল রানা (৩৫) ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, “সোহেলের সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এর জেরে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত সোহেলের জননাঙ্গ কেটে দেন তার স্ত্রী। পরে সোহেলের চিৎকার শুনে বাড়ির ও আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।
“প্রথমে সোহেলকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।