বঙ্গরুপ টেলিভিশন প্রকাশিত: ১৬ জানুয়ারী , ২০২৩ , ০৪:৪১ এম
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ভাষার ছবি নির্বাচিত হয়েছে এসএস রাজামৌলির ‘আরআরআর’। ছবির ‘নাটু নাটু’ গান একই আসরে সেরা গানের পুরস্কার জিতেছে ‘আরআরআর’।
সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ‘আর্জেন্টিনা ১৯৮৫’ এর মতো ছবির সঙ্গে প্রতিযোগিতা করেছে ‘আরআরআর’। গোল্ডেন গ্লোবে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে পুরস্কার জিতেছিল আর্জেন্টিনা ১৯৮৫। গোল্ডেন গ্লোবে একই বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার পায়নি আরআরআর। তবে নাটু নাটু গানটির জন্য গোল্ডেন গ্লোবে পুরস্কার পেয়েছিল আরআরআর।
তেলেগু ভাষায় নির্মিত আরআরআর (রাইজ, রোয়ার, রিভল্ট) ঐতিহাসিক কল্পনানির্ভর ছবি। ভারতের ব্রিটিশবিরোধী দুই বিপ্লবীকে নিয়ে ছবির গল্প। ছবিতে দুই বিপ্লবীর চরিত্রে দেখা গেছে রাম চরণ ও জুনিয়র এনটিআরকে।