বঙ্গরুপ টেলিভিশন প্রকাশিত: ১৮ জানুয়ারী , ২০২৩ , ০৮:১৩ এম
ঘোষণা অনুযায়ী তৃতীয় পার্ট-এর জন্য অপেক্ষায় আছেন ভক্ত-অনুরাগীরা। তবে এসব সংবাদের মাঝেই দুঃসংবাদ দিয়েছেন কেজিএফ সিনেমার নায়ক যশ।
‘জেমস বন্ড’ হিসেবে ড্যানিয়েল ক্রেগ যেমন ব্র্যান্ড, ঠিক একইভাবে ‘কেজিএফ’ ব্র্যান্ড হিসেবে নিজেকে পরিচিত করতে চান না যশ। কেজিএফ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে গিয়ে দীর্ঘ পাঁচ বছর দারুণ সময় কাটিয়েছেন তিনি। যশ এখন কেজিএফ থেকে বিরতি নিতে চান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এমন খবরে নেট মাধ্যমে হইচই পড়ে গেছে। তবে নায়ক বা সিনেমার পরিচালক প্রশান্ত নীল কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান হোমবল ফিল্মস এখনও এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’। ৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২৫০ কোটি রুপি। চার বছরের বিরতি ভেঙে ২০২২ সালে মুক্তি পায় এ সিনেমার দ্বিতীয় কিস্তি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছে ১২০০ কোটি রুপি।