ঢাকা বৃহস্পতিবার , ৩ এপ্রিল , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেকওভার অ্যান্ড ফ্যাশন এক্সপ্লোর

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৮ জুলাই , ২০২২ , ২০:৪৬ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

এ প্রসঙ্গে বুধবার (২৭ জুলাই) সময় সংবাদকে ফ্যাশন স্টাইলিস্ট ও কোরিওগ্রাফার রাকিব বাবু বলেন, আমরা মেকওভার ও ফ্যাশনকে এক করে একটি শো করতে যাচ্ছি। মূলত মেকওভারটাকে ফোকাস করাই আমাদের উদ্দেশ্য। সামনের মাসেই তারিখ চূড়ান্ত হবে।


তিনি আরও বলেন, আমরা চাচ্ছি দেশের সব মেকআপ আর্টিস্টদের একসাথ করে তাদের কাজটাকে ফোকাসে আনা। যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেকআপ আর্টিস্টরা মূল ফ্যাশন জগতে স্থান করে নিতে পারে। আমরা সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই।

সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে মেকওভার এন্ড ফ্যাশন এক্সপ্লোরের বিস্তারিত তুলে ধরেন রাকিব বাবু। এ সময় উপস্থিত ছিলেন লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক, সুপার মডেল আঁখি আফরোজসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে অংশ নিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা প্রায় একশরও বেশি মেকআপ আর্টিস্ট। এ বছর মেকওভার এন্ড ফ্যাশন এক্সপ্লোরের শুভেচ্ছা দূত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শিগগিরই মেকআপ আর্টিস্টদের এই মেগা ইভেন্টের তারিখ ঘোষণা করা হবে বলে জানান আয়োজকরা।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলাদেশের পুঁথি । Bangarup Television
  • যা খেয়ে মানুষ রোগে ভোগে তা খাদ্য হতে পারে না: খাদ্যমন্ত্রী
    যা খেয়ে মানুষ রোগে ভোগে তা খাদ্য হতে পারে না: খাদ্যমন্ত্রী
  • ডিজিটাল কমার্সের জন্য ডাকঘর এখন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
    ডিজিটাল কমার্সের জন্য ডাকঘর এখন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
  • হতাশা-প্রতিকূলড়োঢ  রোধে যত্নবান হতে হবে পরিবার-সমাজকে
    হতাশা-প্রতিকূলড়োঢ রোধে যত্নবান হতে হবে পরিবার-সমাজকে
Logo