বঙ্গরুপ টেলিভিশন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর , ২০২২ , ০৬:০১ এম
আবুধাবির টি-টেন লিগে খেলতে দেখা যাবে বাংলাদেশের তারকা পেস বোলার তাসকিন আহমেদকে। তাকে দলে ভিড়িয়েছে ডেকান গ্ল্যাডিয়েটার্স। প্রথমবার এই দলে ডাক পেলেন তাসকিন।
আগের আসরে বাংলা টাইগার্স তাকে দলে নিলেও ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারেননি। এবার প্রথম দেখা যেতে পারে এই পেসারকে।
আইকন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে আগেই সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছিল টি-টেন লিগের দল বাংলা টাইগার্স। এবার ড্রাফট থেকে সাকিবের পথ ধরে এই লিগে জায়গা পেয়েছেন আরও চার বাংলাদেশি ক্রিকেটার।
বাংলা টাইগার্সে সাকিব ছাড়াও আছেন নুরুল হাসান সোহান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। টিম আবু ধাবি নিয়েছে মোস্তাফিজুর রহমানকে।
ড্রাফটে নাম থাকলেও শেষ পর্যন্ত দল পাননি মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং আফিফ হোসেন ধ্রুব। সাকিবের দলে সোহান জায়গা পেয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে এবং মৃত্যুঞ্জয়কে নেওয়া হয়েছে ইমার্জিং ক্যাটাগরিতে। আর ড্রাফট শেষে দল পেয়েছেন মোস্তাফিজ ও তাসকিন।
২৩ নভেম্বর আবুধাবিতে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর শুরু হবে। এই প্রতিযোগিতার ফাইনাল হবে ৪ ডিসেম্বর।
আগে এই লিগে ৬ দল অংশ নিলেও এবার আরও দুটি নতুন দল যুক্ত করা হয়েছে। টি-টেন লিগে আগে থেকে খেলা ৬টি দল বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবু ধাবি। এই তালিকায় এবার নতুন করে যুক্ত হলো মরিসভিলে এসএএমপি এবং নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।