ঢাকা মঙ্গলবার , ১ এপ্রিল , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো : তামিম

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৪ অক্টোবর , ২০২২ , ২৩:৪৪ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

মাহমুদুউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। শুক্রবার রাজধানীর অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমে কথা বলেন ওয়ানডে অধিনায়ক। বিশ্বকাপের আগে সিনিয়র ক্রিকেটারদের কেন বাদ দেওয়া হলো, এই নিয়ে প্রশ্নও তোলেন তিনি। 

এশিয়া কাপে ব্যর্থ হয়ে দেশে ফেরার একদিন পরই ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন মুশফিকুর রহিম। আর মাহমুদুউল্লাহ রিয়াদ কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ৩ দিনের ক্যাম্পে থাকলেও বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ পড়েন।

তামিম বলেন, যে দলটা এখন খেলছে, কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক, রিয়াদ-তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকত, আমার কাছে ভালো মনে হতো।

গত বছর মাহমুদুউল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেখানে ভরাডুবির পরও তার ওপরই ভরসা রাখছিল বোর্ড। তবে বিশ্বকাপের ঠিক আগে তার উপর আস্থা রাখতে পারেনি দল। এশিয়া কাপের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপরও দলের সঙ্গে ছিলেন তিনি। 

তবে ঠিক বিশ্বকাপের আগে তাকে দল থেকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন (বাদ দেওয়া)? এটা যদি হতো বছরের শুরুতে, তাহলে ঠিক ছিল।


রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত
    শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে পাকিস্তানকে হারালো ভারত
  • ভারত–পাকিস্তান মহারণ কাল, ধারা বদলাতে চান রোহিত শর্মা
    ভারত–পাকিস্তান মহারণ কাল, ধারা বদলাতে চান রোহিত শর্মা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের  পর্দা উঠবে আজ
    টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আজ
  • বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো : তামিম
    বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো : তামিম
Logo