ঢাকা সোমবার , ৩১ মার্চ , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারী , ২০২৩ , ২২:২০ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।

বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভ মিছিল সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ওমর ফারুক এর সঞ্চালনায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউছুপ চৌধুরী। 

এসময় সমাবেশে বক্তারা বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতাদের উপর হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।#

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় ৭ বিএনপি নেতা-কর্মী আটক
    উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় ৭ বিএনপি নেতা-কর্মী আটক
  • মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
    মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
Logo