ঢাকা বৃহস্পতিবার , ৩ এপ্রিল , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৬ অক্টোবর , ২০২২ , ০১:০৮ এএম

শেয়ার করুনঃ
News Thumbnail

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দিয়েছেন। 

বাংলাদেশ ব্যাংকের আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ গণমাধ্যমকে জানিয়েছেন, আপিল বিভাগের চেম্বার আদালতের এ আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষাটি নিতে আইনগত কোনো বাধা নেই। তিনি আরও নিশ্চিত করে জানিয়েছেন পূর্ব নির্ধারিত সময় ২৮ অক্টোবর ওই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত রবিবার হাইকোর্ট রুল দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৫-১৯৬ পৃষ্ঠা।
  • আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
    আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি
  • হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
    হ্যালোইন উৎসবে মেতেছে সৌদি আরব
  • ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
    ‘২৮ অক্টোবরই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা’
Logo