ঢাকা বৃহস্পতিবার , ২১ নভেম্বর , ২০২৪ ,  ৫ আষাঢ় ১৪২৯

বাংলাদেশ দূতাবাস, সিউল-এর উদ্যোগে ৩০ ডিসেম্বর ২০২৩ প্রবাসী দিবস পালিত হয়।

বঙ্গরুপ টেলিভিশন প্রকাশিত: ৩১ ডিসেম্বর , ২০২৩ , ২২:৩৩ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

বাংলাদেশ দূতাবাস, সিউল-এর উদ্যোগে ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ (শনিবার) যথাযোগ্য মর্যাদায় জাতীয়

প্রবাসী দিবস-২০২৩ পালিত হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ, প্রবাসী বাংলাদেশীগণ ও কোরিয়ান নাগরিকগণ এতে

স্বতঃস্ফৃর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশী ইপিএস কর্মী এবং নিয়োগকারী কোরিয়ান

কোম্পানিকে তীদের অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানের প্রারম্ভে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয়

পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণীসমূহ পাঠ করে শোনানো হয় এবং মন্ত্রণালয়

কর্তৃক প্রেরিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর, প্রথম সচিব (শ্রম) জনাব মিকন তংচংগ্যা তীর স্বাগত

বক্তব্যে প্রবাসীদের কল্যাণ, মর্যাদা রক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ এবং দূতাবাসের ভূমিকার কথা তুলে

ধরেন।


মান্যবর রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেন তাঁর বক্তব্যে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়ায়

অবস্থানরত সকল বাংলাদেশী ইপিএস কর্মীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তদের

অবদানের কথা গুরুতর সাথে তুলে ধরেন। তিনি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও অভিবাসী কর্মীদের কল্যাণ

নিশ্চিতকরণার্থে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের উদ্যোগসমূহ তুলে ধরেন। তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের

শ্রমবাজার সম্প্রসারণে দূতাবাসের পরিকল্পনাসমূহও তুলে ধরেন।


এরপর ২২ (বাইশ) জন বাংলাদেশী ইপিএস কর্মীকে ০৭ সোত)টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

ক্যাটাগরিসমূহ হলো সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী, কোরিয়ান ভাষায় দক্ষতা ও কারিগরি দক্ষতা অর্জনকারী, দীর্ঘদিন

ধরে একই কোম্পানীতে কর্মরত কর্মী, স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণকারী, সাংস্কৃতিক অঙ্জনে সাফল্য অর্জনকারী

এবং কোরিয়ান সরকার কর্তৃক পুরস্কৃত কর্মী। সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশী কর্মী নিয়োগ দিয়েছেন, এরুপ ১০টি কোরিয়ান

কোম্পানিকেও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রহণকারীগণ স্মারক হিসেবে মান্যবর রাষ্ট্রদূত জনাব দেলওয়ার

হোসেনের নিকট হতে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।


প্রবাসী বাংলাদেশী কর্মী ও দূতাবাসের কর্মকর্তাগণের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয়

প্রবাসী দিবস ২০২৩ এর আয়োজন সমাপ্ত হয়।


সিউল, ৩০ ডিসেম্বর ২০২৩।


শফিকুজ্জামান খান মোস্তফা/এমবুইউ
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বাংলাদেশ দূতাবাস, সিউল-এর উদ্যোগে ৩০ ডিসেম্বর ২০২৩ প্রবাসী দিবস পালিত হয়।
    বাংলাদেশ দূতাবাস, সিউল-এর উদ্যোগে ৩০ ডিসেম্বর ২০২৩ প্রবাসী দিবস পালিত হয়।
Logo