ঢাকা মঙ্গলবার , ১ এপ্রিল , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

আরব কোচের হুঁশিয়ারি,মেসিকে ছোঁয়াও যাবে না!

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৫ নভেম্বর , ২০২২ , ২১:২৪ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে আরব কোচ রোদোলফো আরুবারেনা তার শিষ্যদের হুঁশিয়ার করেছেন- মেসিকে ছোঁয়াও যাবে না এই ম্যাচে! 

রোদোলফো এখন আমিরাতের দায়িত্বে থাকলেও তার জন্ম বুয়োনোস এইরেসে। খেলোয়াড়ি জীবনে গায়ে চড়িয়েছেন বোকা জুনিয়র্স দলের জার্সিও। সেই তিনি এবার জন্মভূমি আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন। তার আগে রোদোলফো জানিয়েছেন, দলের খেলোয়াড়দেরকে মেসির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘আমি ফুটবলারদের বলে দিয়েছি, ম্যাচের মধ্যে মেসিকে কোনো অবস্থায় যেন কড়া ট্যাকল না করা হয়। সবচেয়ে ভালো হয়, ওকে ছোঁয়াই না হয়।’

তিনি আরও বলেন, ‘বলতে পারেন, এটা আমার দেশের প্রতি দুর্বলতা। মেসি তার জীবনের শেষ বিশ্বকাপ খেলবে কাতারে। তার আগে এই প্রস্তুতি ম্যাচ আমাদের কাছে স্মরণীয় হয়ে গিয়েছে মাঠে নামার আগেই।’

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃমূল লিখার২০১-২০২ পৃষ্ঠা।
  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৭-১৯৮ পৃষ্ঠা।
Logo