লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৩ অক্টোবর , ২০২২ , ১৯:০২ পিএম
লিজ ট্রাস পদত্যাগ করতেই ফের খবরের শিরোনাম ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামতে কনজারভেটিভ দলের ৩৫৭ জন এমপির মধ্যে ১০০ এমপির সমর্থন প্রয়োজন। বিবিসির তথ্য মতে, ঋষির প্রতি সমর্থন আছে ১২৮ জনের। গুঞ্জন আছে, লড়াইয়ে নামতে পারেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও। তার প্রতি সমর্থন আছে করজারভেটিভ দলের ৫৩ এমপির। সংসদের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নেতা পেনি মরড্যান্টের প্রতি সমর্থন আছে ২৩ এমপির।
বিবিসি আরও জানিয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার লড়াইকে সামনে রেখে সাক্ষাৎ করেছেন বরিস ও ঋষি। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য, করোনায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বার বার পার্টির আয়োজনসহ নানা কারণে সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেছিলেন বরিস জনসন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর একই দলের সাবেক মন্ত্রী ঋষি ও লিজ ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হন। গত ৫ সেপ্টেম্বর ঋষিকে হারিয়ে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। কিন্তু প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে সম্প্রতি লিজ ট্রাস পদত্যাগের সিদ্ধান্ত নেন।