পশ্চিমা সামরিক মিত্রজোটের সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘ন্যাটো সেনাদের সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত হলে ‘বৈশ্বিক বিপর্যয়’ তৈরি হবে।’
শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, যারা এটা বলছে (রাশিয়ার সঙ্গে ন্যাটোর সংঘাত) তারা যথেষ্ট স্মার্ট এবং পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাবে না।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার কর্মকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘না নেই।’ এ সময় তিনি বলেন, ইউক্রেন ধ্বংস করা রাশিয়ার উদ্দেশ্য নয়।
গত ২৪ ফেব্রুয়ারি সমরাস্ত্র ধ্বংস এবং নাৎসিমুক্ত করার কথা বলে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ প্রতিপাদ্যে আক্রমণ শুরু করে