লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১৩ অক্টোবর , ২০২২ , ২৩:২৫ পিএম
সিরিয়ার দামাস্কাসের কাছে একটি সামরিক বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৮ সেনা নিহত হয়েছেন।
সরকারি গণমাধ্যম সানা নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দামাস্কাসের একটি সামরিক বাস টার্গেট করা হয়। একজন ‘সন্ত্রাসী’ বিস্ফোরক বেঁধে নিজেকে উড়িয়ে দেয়।
ব্রিটেনভিত্তিক যুদ্ধপর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামাস্কাসে লেবাননের রাজধানী বৈরুতের পথে এক বিস্ফোরণ ঘটে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। সিরিয়ার সরকার কিছু বলেনি।
গণমাধ্যমে এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের মধ্যে সিরিয়ার সেনাদের বিরুদ্ধে ভয়াবহ হামলা হিসেবে অভিহিত করা হচ্ছে।