ঢাকা মঙ্গলবার , ১ এপ্রিল , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

গোতাবায়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালতের মামলার অনুমতি

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ৭ অক্টোবর , ২০২২ , ২০:৩২ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল শ্রীলঙ্কা (টিআইএসএল) গোতাবায়ার বিরুদ্ধে এ মামলার আবেদন করেছিল।

শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কথা জানায়। সাত দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে আর্থিক সংকটের জন্য দ্বীপরাষ্ট্রটির নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানায় টিআইএসএল।

চরম অর্থনৈতিক সংকটের জেরে চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কায় গণবিক্ষোভ শুরু হয়। গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কার তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে মে মাসে পদত্যাগ করেন। মাহিন্দার ছোট ভাই গোতাবায়া প্রেসিডেন্ট হন। তাদের আরেক ভাই বাসিল।

গত ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান প্রেসিডেন্ট গোতাবায়া। পরদিন ১৪ জুলাই তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগপত্র পাঠান। এরপর গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর হয়ে শ্রীলঙ্কায় ফেরেন ৭৩ বছর বয়সী গোতাবায়া।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃ মূল লিখার ২০৯-২১০ পৃষ্ঠা।Bangarup Television
  • অসমাপ্ত আত্মজীবনী: ধারাবাহিক পাঠ | এবারের পর্বেঃমূল লিখার২০১-২০২ পৃষ্ঠা।
  • বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী ধারাবাহিক পাঠ এবারের পর্বেঃমূল লিখার১৯৭-১৯৮ পৃষ্ঠা।
Logo