ঢাকা বৃহস্পতিবার , ২১ নভেম্বর , ২০২৪ ,  ৫ আষাঢ় ১৪২৯

হাফ সেঞ্চুরি করে ফিরলেন প্রত্যাশা

বঙ্গরুপ টেলিভিশন প্রকাশিত: ১৬ জানুয়ারী , ২০২৩ , ০৪:০৯ এম

শেয়ার করুনঃ
News Thumbnail

হাফ সেঞ্চুরি করে ফিরলেন প্রত্যাশা


শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের শুভ সূচনাই হয়েছে বলা যায়। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার দূরন্ত সূচনা এনে দেন বাংলাদেশকে।


বিশেষ করে ওপেনার আফিয়া প্রত্যাশা। রীতিমত ঝড় তোলেন তিনি দক্ষিণ আফ্রিকার বেনোনিতে।


লঙ্কান বোলারদের একের পর এক মাঠের বাইরে পাঠিয়ে অনবদ্য হাফ সেঞ্চুরি উপহার দেন তিনি।


৪৩ বলে ৫৩ রান করে শেষ পর্যন্ত সাজ ঘরে ফেরেন আফিয়া প্রত্যাশা।


উদ্বোধনী জুটিতে ১১.১ ওভারেই ৭৫ রান তুলে ফেলে বাংলাদেশের দুই ওপেনার প্রত্যাশা এবং মিস্টি সাহা। এ সময় নেত্রঞ্জলির বলে বোল্ড হয়ে যান প্রত্যাশা।


আউট হওয়ার আগে ৮বার বলকে বাউন্ডারির বাইরে পাঠান তিনি। এর মধ্যে তিনটি ছিল ছক্কার মার।


এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সংগ্রহ দাঁড়িয়েছে ১২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫।


২৪ বলে ১৪ রান করে রানআউট হন মিস্টি সাহা। ৬ বলে ১৪ রান নিয়ে স্বর্ণা আক্তার এবং ৫বলে ৩ রান নিয়ে ব্যাট করছেন দিলারা আক্তার।

শফিকুজ্জামান খান মোস্তফা/এমবুইউ
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • জিতলে সেঞ্চুরিটা স্পেশাল মনে হতো: সৌম্য
  • মাশরাফির ‘অপ্রতিরোধ্য’ সিলেটকে অবশেষে হারের স্বাদ দিলো কুমিল্লা
    মাশরাফির ‘অপ্রতিরোধ্য’ সিলেটকে অবশেষে হারের স্বাদ দিলো কুমিল্লা
  • মেসি-নেইমার ছিলেন, তবুও হারল পিএসজি
    মেসি-নেইমার ছিলেন, তবুও হারল পিএসজি
  • তিন কারণে বার্সার কাছে হেরেছে রিয়াল
    তিন কারণে বার্সার কাছে হেরেছে রিয়াল
Logo