বঙ্গরুপ টেলিভিশন প্রকাশিত: ১৮ জানুয়ারী , ২০২৩ , ০৭:২৪ এম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের সমর্থন বাড়বে বলে গ্রাম পর্যায়ে কমিউনিটি হাসপাতাল বন্ধ করেছিল বিএনপি’।
আজ বুধবার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। এর আগে আরও ৭০টি উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
তিনি বলেন, ‘একটা সময় দেশের মানুষ বিভিন্ন রোগের যথাযথ চিকিৎসা পেত না, এখন পাচ্ছে। আমরা চাই হাসপাতালগুলোতে রোগীর সেবা আরও যেন বৃদ্ধি পায়। এক্ষেত্রে সবাইকে সহায়তা করতে হবে’।
তিনি বলেন, ‘আমরা চিকিৎসা সেবার সঙ্গে গবেষণাও জোরদার করেছি। দেশের বড় বড় জেলাগুলোতে মেডিকেল করেছি। বিভাগগুলোতে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব, সেভাবে ব্যবস্থা নিচ্ছি’।