ঢাকা মঙ্গলবার , ১ এপ্রিল , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

বাংলাদেশে ৮০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী রাজস্থানের ব্যবসায়ীরা

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২৮ আগস্ট , ২০২২ , ২২:৩৭ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail


ভোজ্যতেল, কাগজ, পর্যটন, অটোমোবাইল, জুয়েলারি, মোটরসাইকেলসহ একাধিক খাতে যৌথভাবে ৮০০ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন ভারতের রাজস্থানের ব্যবসায়ীরা।

গত ২৩ আগস্ট ভারতের জয়দেবপুরে অনুষ্ঠিত ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) সঙ্গে এক বাণিজ্য সম্মেলনে এমন আগ্রহ দেখান ব্যবসায়ীরা।রোববার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির বিদায়ী নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

তিনি বলেন, আমরা যৌথভাবে নয়টি কোম্পানির সঙ্গে বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। এখানে রাজস্থানের ব্যবসায়ীরা ৮০০ কোটি টাকার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। বিদেশী বিনিয়োগের ফলে আমাদের এখানে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন হবে ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিডার বিদায়ী চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বন্ধ হওয়া পাটকলগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলাম। দুটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে ও শিগগির তারা বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • গ্রন্থ থেকে পাঠ । জয়তু বঙ্গমাতা । এ. বি. এম মুসা’র লেখা । Bangarup Television
  • গ্রন্থ থেকে পাঠ । জয়তু বঙ্গমাতা । বেবী মোদুদ’র লেখা ।
  • গ্রন্থ থেকে পাঠ । জয়তু বঙ্গমাতা । নীলিমা ইব্রাহীম’র লেখা ।
  • গ্রন্থ থেকে পাঠ । জয়তু বঙ্গমাতা । শেখ হাসিনার লিখা ।
Logo