ঢাকা মঙ্গলবার , ১ এপ্রিল , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

বঙ্গবন্ধু'র ভাষণ সমগ্রের উপর ভিত্তি করে অনুষ্ঠান ‘আমি শেখ মুজিব বলছি’ ।

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ১১ নভেম্বর , ২০২২ , ১৯:১৯ পিএম

শেয়ার করুনঃ


কী দেখাইয়্যা দিবা মিয়াদেখাইয়া দিবার যদি চাওএমন দেখান দেখাইয়া দিবো যে জীবনে আর ভুলবা না। সাম্রাজ্যবাদীর দালাল আমি ঠাণ্ডা করে দিবো। সাম্রাজ্যবাদীর পয়সা খেয়েআমার তিরিশ লক্ষ লোক জীবন দিয়ে স্বাধীনতা এনেছেএই পতাকা এনেছে। এই পতাকা ধ্বংস করতে যদি কেউ আসেযেমন একদিন বলেছিলাম যে তোমরা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আবার আপনাদের আমি ডাক দিবো। যে বাঁশের লাঠি নিয়ে আবার দালালকে হালাল করার জন্য তোমরা নাইমে পড়ো। রাজি আছেনদালাল হালাল করতে রাজি আছেন আপনারাহাত তুলেন। আমি দেখতে চাই। এক হাত নাদুই হাত তুলেন। ভাইয়েরা আমারআমার বন্ধু ভুট্টো সাহেব একটু খেলছেনআমার চাইর লক্ষ বাঙালিকে তিনি আসতে দিচ্ছেন না। রেডক্রসের মাধ্যমে এবং দুনিয়ার অনেক বড় বড় দেশের মাধ্যমে আমি চেষ্টা করেছি যাতে আমার লোকদের ফেরত দেয়। তিনি খেলছেনকী খেলছেনযে সৈন্য গ্রেফতার হয়ে আছে তাদের ছেড়ে না দিলে তিনি আমার বাঙালিদের ছাড়বেন না। ভুট্টো সাহেবএকটু চিন্তা-ভাবনা করে কাজ করুন। বাঙালিদের আপনার ছাড়তেই হবে। ভুট্টো সাহেব। মুজিবর রহমান বাজে কথা বলে না ভুট্টো সাহেবতুমিও জানোতোমার ইয়াহিয়া খানও জানেতোমার আইয়ুব খানও জানতোতোমার চৌধুরী মোহাম্মদ আলী জিন্নাততোমার নসরুল্লাহ জানতোতোমার লিয়াকত আলী খান জানতো আর তোমার ঐ নমরুদ জিন্নাহ্ সাহেবও জানতো। তোমার জিন্নাহ্ সাহেব বাঁইচা থাকতেই ৪৮ সালে আমি রাষ্ট্রভাষা আন্দোলন করেছি। জিন্নাহ্ সাহেবের নাকের ডগায় বসে তোমরা আমাদের চেনোআমরা বাঙালিরা কোনো অন্যায় করে নাই। আমার বাঙালিনা এখানে এমনি বইসা ছিলতোমার রাখার কোনোও অধিকার নাই। তুমি বলছো বাংলাদেশকে আমি মানবো নাতুমি মানবা নাতোমার চৌদ্দপুরুষ মাইনা গেছে বাংলাদেশকে। বাংলাদেশকে মানবা নাবাংলাদেশকে কেমন করে মানাতে হয় সে আমি জানিনা মানতোমারে মানে কেডাতুমি আমারে মান নাতোমারে মানে কেমান বা না মান তোমার ইচ্ছা। তুমি আমার সঙ্গে আলোচনা করতে চাওকী সম্বন্ধেযে আমি বাংলাদেশকে রিকগনিশন দিবো কিনা বা দেবার জন্য শেখ সাহেবের সাথে আলোচনা করিতে চাই। আমি বলি ভুট্টো সাহেব বাংলাদেশকে রিকগনাইজেড না করা পর্যন্ত আপনার সঙ্গে আমার মধুর সম্বন্ধ আছে একথা আমি অস্বীকার করি না। কিন্তু আমার জাতির সঙ্গে আপনার মধুর সম্বন্ধ নাই। ওটা ব্যক্তিগত। কারণ ব্যক্তিগতভাবে আমার দুশমন না কেউ। পশ্চিম পাকিস্তানের দুঃখি ভাইয়েরা সুখে থাকুক আমি আর্শীবাদ করি। পূর্বের পশ্চিম পাকিস্তানের দুঃখি মানুষ পেট ভরে ভাত খাকগণতন্ত্র পাকআমি চাই। পশ্চিম পাকিস্তানের মানুষ শোষণহীন সমাজ হোক আমি চাই। কিন্তু পশ্চিম পাকিস্তানের জালেমরাযারা অস্ত্র দিয়ে বাহাদুরি দেখাইয়া বড় বড় তকমা লাগাইয়াএখানে বহুত তকমা লাগাইতোএখানে এক স্টারদুই স্টারতিন স্টারচার স্টারমাথায় মধ্যে ক্যাপ লাগাইয়া লাগাইয়া আমার বাংলাদেশের মানুষরে মার। আমার পয়সা দিয়া। ঐ তকমা ওয়ালাদের একবার আমি ঢাকাতে আনবো। আইনা আর কিছু করবো না। বিচার করবো যে সাজা হয় তোমাদের মতো আমি বিনা বিচারে গুলি কইরা মারিবো না। আমি বিচার করিবো। বিচারে যে সাজা হয়সেই সাজা তোমাদের ভোগ করতে হবে। তুমি জানো নাভুট্টো সাহেব তুমি কেন এদের চাওতোমার জানা উচিত ।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু'র ভাষণ সমগ্রের উপর ভিত্তি করে অনুষ্ঠান ‘আমি শেখ মুজিব বলছি’ ।
  • বঙ্গবন্ধু'র ভাষণ সমগ্রের উপর ভিত্তি করে অনুষ্ঠান ‘আমি শেখ মুজিব বলছি’ । Bangarup Television
  • বঙ্গবন্ধু'র ভাষণ সমগ্রের উপর ভিত্তি করে অনুষ্ঠান ‘আমি শেখ মুজিব বলছি’ ।
  • বঙ্গবন্ধু'র ভাষণ সমগ্রের উপর ভিত্তি করে অনুষ্ঠান ‘আমি শেখ মুজিব বলছি’ ।
Logo