ঢাকা মঙ্গলবার , ১ এপ্রিল , ২০২৫ ,  ৫ আষাঢ় ১৪২৯

সংঘর্ষ থামছেই না

লাইভ টেলিভিশন২৪ প্রকাশিত: ২ সেপ্টেম্বর , ২০২২ , ২০:২০ পিএম

শেয়ার করুনঃ
News Thumbnail

 বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে গতকাল সারা দেশে বিভিন্ন স্থানে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। বিএনপি কর্মীদের ইটপাটকেল নিক্ষেপের বিপরীতে শত শত রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপসহ গুলি ছুড়েছে পুলিশ। পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে শাওন নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। শাওন ফতুল্লার এনায়েতনগরের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা বলে নিশ্চিত করেছে জেলা বিএনপি। এ ঘটনায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান সুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ সময় একটি বালিকা বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পুলিশের নিক্ষিপ্ত টিয়ার শেলে অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া এ সংঘর্ষে ১৪ পুলিশ, সাংবাদিক, পথচারীসহ দেড় শতাধিক বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। টানা কয়েক ঘণ্টার এ সংঘর্ষে সাড়ে ৪ ঘণ্টার বেশি সময় অচল হয়ে পড়ে নারায়ণগঞ্জ শহর। রাস্তাঘাট শূন্য হয়ে পড়ার পাশাপাশি মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। নিহত যুবদল নেতা শাওনের জন্য আজ সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া আগামীকাল সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে দলটি।নেত্রকোনায় বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। সেখানে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ১২ জনকে আটক করে পুলিশ। অন্যদিকে সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে ২০ জন ও মাদারীপুরের রাজৈরে পুলিশের লাঠিচার্জে ১০ জন আহত হয়েছেন। রূপগঞ্জে বিএনপি নেতার বাড়িঘরে হামলা-ভাঙচুরের পাশাপাশি পাথরঘাটায় ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন বিএনপির অনেক নেতা-কর্মী। মানিকগঞ্জে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির কর্মসূচি। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। বগুড়ার নন্দীগ্রামে স্থানীয় বিএনপির সভাপতিসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রমজান-সাভার-ঢাকা-কোরিয়া
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • বঙ্গবন্ধু'র ভাষণ সমগ্রের উপর ভিত্তি করে অনুষ্ঠান ‘আমি শেখ মুজিব বলছি’ ।
  • বঙ্গবন্ধু'র ভাষণ সমগ্রের উপর ভিত্তি করে অনুষ্ঠান ‘আমি শেখ মুজিব বলছি’ । Bangarup Television
  • বঙ্গবন্ধু'র ভাষণ সমগ্রের উপর ভিত্তি করে অনুষ্ঠান ‘আমি শেখ মুজিব বলছি’ ।
  • বঙ্গবন্ধু'র ভাষণ সমগ্রের উপর ভিত্তি করে অনুষ্ঠান ‘আমি শেখ মুজিব বলছি’ ।
Logo